অক্টোবর, ১৭, ২০২৫
দেশলাই
  • কবিতা
  • কথাসাহিত্য
    • গল্পসরগম
    • উপন্যাস
    • অণুগল্প ও অণুগল্প বিষয়ক
  • গদ্যধারা
  • উড়ন্তডুবুরী
    • সাক্ষাৎকার
    • রিভিউ
  • এক্সিবিশন
  • শিল্প
    • নাটক
    • চলচ্চিত্র
  • ধারাবাহিক
  • বিশেষ সংখ্যা
  • ডিরেক্টরি
    • মেলা
    • নাটক দল
    • বাউল দল
    • সাংস্কৃতিক সংগঠন
    • পাঠাগার
    • থিয়েটার
    • স্মরণ
    • প্রত্নতত্ত্ব
    • সাহিত্য পুরস্কার
    • প্রকাশনা সংস্থা
  • কেনাকাটা
    • বই : গদ্য
    • বই : গল্প
    • বই : কবিতা
    • বই : উপন্যাস
    • বই : দেড়ফর্মা
    • বই : নাটক ও চলচ্চিত্র
    • বই : ছড়া
    • লিটলম্যাগ
দেশলাই
দেশলাই
  • কবিতা
  • কথাসাহিত্য
    • গল্পসরগম
    • উপন্যাস
    • অণুগল্প ও অণুগল্প বিষয়ক
  • গদ্যধারা
  • উড়ন্তডুবুরী
    • সাক্ষাৎকার
    • রিভিউ
  • এক্সিবিশন
  • শিল্প
    • নাটক
    • চলচ্চিত্র
  • ধারাবাহিক
  • বিশেষ সংখ্যা
  • ডিরেক্টরি
    • মেলা
    • নাটক দল
    • বাউল দল
    • সাংস্কৃতিক সংগঠন
    • পাঠাগার
    • থিয়েটার
    • স্মরণ
    • প্রত্নতত্ত্ব
    • সাহিত্য পুরস্কার
    • প্রকাশনা সংস্থা
  • কেনাকাটা
    • বই : গদ্য
    • বই : গল্প
    • বই : কবিতা
    • বই : উপন্যাস
    • বই : দেড়ফর্মা
    • বই : নাটক ও চলচ্চিত্র
    • বই : ছড়া
    • লিটলম্যাগ
টাইপ করা শুরু করুন এবং বন্ধ করতে "এন্টার" বা "ESC" টিপুন
  1. আপনি দেখছেন: হোম >> কবিতাগুচ্ছ : তুমি আছো (নেই)! ...

কবিতাগুচ্ছ : তুমি আছো (নেই)!

তানজিন তামান্না

আগস্ট, ১৫, ২০২৫

সেক্সটয়


রাত জাগা সবুজ বাতির প্রজ্জ্বলনে—

তোমাকে সেক্সটয় মনে হয়!

কথাবহুল প্রেমকে মনে হয়—

দূর গ্রহ থেকে ভেসে আসা সংকেত

এসব ছাপিয়ে, আমাদের ছিলো—

শাপলার বিল ভরা হেমন্তের রোদ।

থাকতে পারতো— তোমার চোখে তরতাজা চুমু,

পাশাপাশি বসে থাকা নীরবতার অঃনিশেষ অনুবাদ

আমাদের ছিলো হৃদয় ভরা ফড়িঙের ছোটাছুটি

হঠাৎ মাছের ঝাঁকের কাঁপিয়ে দেয়া জল!

থাকতোনা— বাড়ি ফেরার তাড়া!

আমাদের নিঃশ্বাসের সমান গতিতে

ঘন হয়ে আসতো রাত্রি!

 


শীতের ডাক

 

আসন্ন শীত এতো বেশি

কাঁপিয়ে দেয় তোমাকে

হেমন্তের রাত্রেই—

কড়া নাড়তে থাকো আমার ঘুমে

ঘুম ভাঙিয়ে জাগাতে চাও— ছাই চাপা আগুন

নিদ্রায় তলিয়ে যেতে যেতে, ভেঙে যেতে যেতে

হঠাৎ ডেকে ওঠো, আগুন আগুন!

জানতে চাও— চাই কিনা শিকারের সন্ধান?

এতোটাই শীতার্ত এই হেমন্ত যে

বাকরুদ্ধ হয়ে যায় তার ঠোঁট ও জিহ্বা

ঝলসানো শীতের ডাকে

 


প্রাক্তন মুখ

 

এমনকি একদিন হয়তো নিভে যাবে

উপচে পড়া স্তনের ক্রোধ!

পুরাতন কথারা মিলিয়ে দূর হবে

আরো কথাদের প্রতিধ্বনির ভিড়ে

 

ভেঙে পড়া ধ্বংস্তুপের নিচে

একদিন মুছে যেতে পারে গোপন প্রণয়

প্রশ্বাস থেকে নিঃশ্বাসের দূরত্বে

বেদনাও তখন হেসে উঠতে পারে ঠাট্টারসে!

মৃত্যুর সমান মানুষের প্রেমে

কখনো সখনো অকস্মাৎ ভেসে ওঠে—

প্রাক্তন কোনো কোনো মুখ!

 


বেদনার গাঢ় রস

 

ভেঙে পড়া সূর্য্দয়ের নিচে কাউকেই চাইছিনা আর

পাখিরা ডাকছে, উড়ছে, রোদের গায়ে গায়ে

আকাশে লেপ্টে থাকা শ্রাবণের মেঘ—

দূরান্তে মায়া জাগিয়ে, মোহগ্রস্ত করে দিচ্ছে

চাতক মানুষদের!

যদি এই তপ্ত দুপুরে অবিরাম বৃষ্টি আসে,

আসে আমাদের স্নানের ঠান্ডা জল

আমরা কি আবারো উলঙ্গ হবো একে অপরের

চোখের কাছে?

শ্বাসরুদ্ধ হয়ে পড়ে থাকবে মাঠের পর মাঠ

চিকচিকে উজ্জ্বলতায় বেদনার গাঢ় রস

প্রস্ফুটনে রক্তিম?



 

অপার্থিব

 

এমন অলৌকিক রাতে অরণ্যে ভর করে চাঁদ

জোছনারা পাড়ি দেয় নদীর ঢেউ পৃষ্ঠে

তীরে জেগে থাকা কুকুরের আর্তনাদে আমাদেরও প্রেম জাগে

হৃদয় সাঁতরে পাড়ি দিতে চায় অলৌকিক জোছনা

আয়ুস্মতি প্রেম হৃদয়ে পুড়ে মধুমতী বয়ে যায়!



 

বইমেলা থেকে ফিরে

 

পেছনে ফেলে আসছি বইমেলা, মানুষের ভিড়

ভিড় ঠেলে তুমি এসে দাঁড়াচ্ছো রাতের রূপপুরে

প্রথম প্রকাশিত বইয়ের মলাট খুলে শুনছি—

বিদায়ের হুইসেল

এরপরও বহুবার ফিরেছো তুমি

বহুবার মলাট খোলার নিঃশব্দে রেখেছি— সমবেদনা


 

লক্ষ্যচ্যুত

 

তোমার শিশ্নের পাশে ছড়িয়ে আছে— বিচ্ছেদের সুর

কিছুটা ঝুঁকে আছে আদিম রাত,

কিছুটা মিলিয়ে গেছে কুয়াশায়

সুর থেকে উঠে আসে প্রাচীন তীরন্দাজ

ঠোঁটে ঠোঁট রেখে শিকার করে যাবতীয় সুখ!

মন্তব্য, এখানে...

তানজিন তামান্না

বাঙলাদেশের পাবনা জেলায় জন্ম। ছোটকাগজ ‘সতীর্থ’ এর মাধ্যমে লেখালেখি শুরু। প্রকাশিতব্য গ্রন্থ: ‘কুরিয়ার সিরিজের কবিতা। বর্তমানে ওয়াকিং ডিসট্যান্স নামে একটি অনলাইন লিটলম্যাগ সম্পাদনা করছেন।

আরোও লেখা পড়ুন


কবিতাগুচ্ছ : তুমি আছো (নেই)!

তানজিন তামান্না
আগস্ট, ১৫, ২০২৫

সেক্সটয়


রাত জাগা সবুজ বাতির প্রজ্জ্বলনে—

তোমাকে সেক্সটয় মনে হয়!

কথাবহুল প্রেমকে মনে হয়—

দূর গ্রহ থেকে ভেসে আসা সংকেত

এসব ছাপিয়ে, আমাদের ছিলো—

শাপলার বিল ভরা হেমন্তের রোদ।

থাকতে পারতো— তোমার চোখে তরতাজা চুমু,

পাশাপাশি বসে থাকা নীরবতার অঃনিশেষ অনুবাদ

আমাদের ছিলো হৃদয় ভরা ফড়িঙের ছোটাছুটি

হঠাৎ মাছের ঝাঁকের কাঁপিয়ে দেয়া জল!

থাকতোনা— বাড়ি ফেরার তাড়া!

আমাদের নিঃশ্বাসের সমান গতিতে

ঘন হয়ে আসতো রাত্রি!

 


শীতের ডাক

 

আসন্ন শীত এতো বেশি

কাঁপিয়ে দেয় তোমাকে

হেমন্তের রাত্রেই—

কড়া নাড়তে থাকো আমার ঘুমে

ঘুম ভাঙিয়ে জাগাতে চাও— ছাই চাপা আগুন

নিদ্রায় তলিয়ে যেতে যেতে, ভেঙে যেতে যেতে

হঠাৎ ডেকে ওঠো, আগুন আগুন!

জানতে চাও— চাই কিনা শিকারের সন্ধান?

এতোটাই শীতার্ত এই হেমন্ত যে

বাকরুদ্ধ হয়ে যায় তার ঠোঁট ও জিহ্বা

ঝলসানো শীতের ডাকে

 


প্রাক্তন মুখ

 

এমনকি একদিন হয়তো নিভে যাবে

উপচে পড়া স্তনের ক্রোধ!

পুরাতন কথারা মিলিয়ে দূর হবে

আরো কথাদের প্রতিধ্বনির ভিড়ে

 

ভেঙে পড়া ধ্বংস্তুপের নিচে

একদিন মুছে যেতে পারে গোপন প্রণয়

প্রশ্বাস থেকে নিঃশ্বাসের দূরত্বে

বেদনাও তখন হেসে উঠতে পারে ঠাট্টারসে!

মৃত্যুর সমান মানুষের প্রেমে

কখনো সখনো অকস্মাৎ ভেসে ওঠে—

প্রাক্তন কোনো কোনো মুখ!

 


বেদনার গাঢ় রস

 

ভেঙে পড়া সূর্য্দয়ের নিচে কাউকেই চাইছিনা আর

পাখিরা ডাকছে, উড়ছে, রোদের গায়ে গায়ে

আকাশে লেপ্টে থাকা শ্রাবণের মেঘ—

দূরান্তে মায়া জাগিয়ে, মোহগ্রস্ত করে দিচ্ছে

চাতক মানুষদের!

যদি এই তপ্ত দুপুরে অবিরাম বৃষ্টি আসে,

আসে আমাদের স্নানের ঠান্ডা জল

আমরা কি আবারো উলঙ্গ হবো একে অপরের

চোখের কাছে?

শ্বাসরুদ্ধ হয়ে পড়ে থাকবে মাঠের পর মাঠ

চিকচিকে উজ্জ্বলতায় বেদনার গাঢ় রস

প্রস্ফুটনে রক্তিম?



 

অপার্থিব

 

এমন অলৌকিক রাতে অরণ্যে ভর করে চাঁদ

জোছনারা পাড়ি দেয় নদীর ঢেউ পৃষ্ঠে

তীরে জেগে থাকা কুকুরের আর্তনাদে আমাদেরও প্রেম জাগে

হৃদয় সাঁতরে পাড়ি দিতে চায় অলৌকিক জোছনা

আয়ুস্মতি প্রেম হৃদয়ে পুড়ে মধুমতী বয়ে যায়!



 

বইমেলা থেকে ফিরে

 

পেছনে ফেলে আসছি বইমেলা, মানুষের ভিড়

ভিড় ঠেলে তুমি এসে দাঁড়াচ্ছো রাতের রূপপুরে

প্রথম প্রকাশিত বইয়ের মলাট খুলে শুনছি—

বিদায়ের হুইসেল

এরপরও বহুবার ফিরেছো তুমি

বহুবার মলাট খোলার নিঃশব্দে রেখেছি— সমবেদনা


 

লক্ষ্যচ্যুত

 

তোমার শিশ্নের পাশে ছড়িয়ে আছে— বিচ্ছেদের সুর

কিছুটা ঝুঁকে আছে আদিম রাত,

কিছুটা মিলিয়ে গেছে কুয়াশায়

সুর থেকে উঠে আসে প্রাচীন তীরন্দাজ

ঠোঁটে ঠোঁট রেখে শিকার করে যাবতীয় সুখ!

মন্তব্য, এখানে...

তানজিন তামান্না

বাঙলাদেশের পাবনা জেলায় জন্ম। ছোটকাগজ ‘সতীর্থ’ এর মাধ্যমে লেখালেখি শুরু। প্রকাশিতব্য গ্রন্থ: ‘কুরিয়ার সিরিজের কবিতা। বর্তমানে ওয়াকিং ডিসট্যান্স নামে একটি অনলাইন লিটলম্যাগ সম্পাদনা করছেন।

আরোও লেখা পড়ুন

কবিতা

স্মৃতির বন্দুক ...: দীপেন্দু

দীপেন্দু আগস্ট, ২২, ২০২৫

১) এভাবেই রোজ বিষাদ আসে ঘরে মানুষগুলো শুয়ে আছে অন্ধকারে–এবার রাস্তা ফাঁকা।চলো চলো একে একেধীরে ধীরেচুপচাপ।এভাবেই রোজ বিষাদ আসে ঘরে।ফিরে গেছে পাখিনিজের বাসা ছেড়ে।আজ অনেক কথা;ফুরোয় শ

কবিতা

কবিতাগুচ্ছ : আতঙ্কিত পুং কাঁপছে ...: বাহক দেব

বাহক দেব আগস্ট, ১৫, ২০২৫

কাপুরুষ অথবা কালপুরুষ ঘটনার নগরবৃত্তায়নে আমি কাপুরুষবাচিকতা আমাকে ছু্ঁয় নাবায়ু দূষন ~ নগর বিষন্নতায় কালপুরুষঅভ্যস্ত সীমারেখা ভেঙে যাচ্ছে অভ্যন্তরীন নলপথ বেয়েগ্লুকোজের দ্বিগুন মাত্র

কবিতা

কবিতাগুচ্ছ : তুমি আছো (নেই)! ...: তানজিন তামান্না

তানজিন তামান্না আগস্ট, ১৫, ২০২৫

সেক্সটয়রাত জাগা সবুজ বাতির প্রজ্জ্বলনে—তোমাকে সেক্সটয় মনে হয়!কথাবহুল প্রেমকে মনে হয়—দূর গ্রহ থেকে ভেসে আসা সংকেতএসব ছাপিয়ে, আমাদের ছিলো—শাপলার বিল ভরা হেমন্তের রোদ।থাকতে পারতো— তোমার

কবিতা

অরুণরাগের লগ্নে ...: হাসিন এহ্সাস লগ্ন

হাসিন এহ্সাস লগ্ন মে, ২৩, ২০২৪

জন্মদিনকিছু বিলো এভারেজ কবিতাএখন তোমার পড়তে হবে।অনুপ্রাসের মতো তোমার ভালো লাগে না কিছুই।পড়ো, প’ড়ে প’ড়ে চলে যাওঅনন্ত কুহু কুহু মহড়ার দিকে।আর যথারীতি উৎপিপাসু প্রাণের দিকেমেলে ধরো উৎপ্

কবিতা

বৈশাখের কবিতা : বাবুই পাখির রাফখাতা ...: বদরুজ্জামান আলমগীর

বদরুজ্জামান আলমগীর এপ্রিল, ১৪, ২০২২

বাবুই পাখির রাফখাতাপথ সবসময় মাটিতে শুয়ে থাকে নামাঝেমধ্যে পথ উঠে যায় আকাশের দিকেআকাশের দিকে উঠে গেলে পথকে আমরা আর পথ বলি না,নাম দিই গম্ভীর অয়োময় অট্টালিকা প্রাসাদনিউইয়র্কের ম্যানহাটনে ওয়া

কবিতা

বৈশাখের কবিতা : কোভিডের পর বৈশাখ ...: কাজল শাহনেওয়াজ

কাজল শাহনেওয়াজ এপ্রিল, ১৪, ২০২২

কোভিডের পর বৈশাখদীর্ঘ অবিস্মরণীয় সময় কাটিয়ে অপেক্ষা থেকে মুক্তি পেলাম।বিগত দুই বছর যথাসম্ভব নিবৃত করে রেখেছিলাম অনেক রকম বাসনা থেকে। সপ্তাহর পর সপ্তাহ একা একা দিনগুলি ঘুম পাড়িয়ে ছোট ছোট

logo

বিষয়সমূহ >
কবিতা গল্পসরগম উপন্যাস অণুগল্প ও অণুগল্প বিষয়ক গদ্যধারা সাক্ষাৎকার রিভিউ এক্সিবিশন নাটক চলচ্চিত্র ধারাবাহিক বিশেষ-সংখ্যা বই নাটক দল

সাম্প্রতিক পোস্ট >

স্মৃতির বন্দুক

স্মৃতির বন্দুক

দীপেন্দু

আগস্ট, ২২, ২০২৫

ফটোগ্রাফি

ফটোগ্রাফি

শাহরিয়ার সাজ্জাদ

আগস্ট, ২২, ২০২৫

টুকরো কথার স্রোত

টুকরো কথার স্রোত

রাতুল হরিৎ

আগস্ট, ২২, ২০২৫

সর্বাধিক পঠিত >

স্মৃতির বন্দুক

স্মৃতির বন্দুক

দীপেন্দু

আগস্ট, ২২, ২০২৫

ফটোগ্রাফি

ফটোগ্রাফি

শাহরিয়ার সাজ্জাদ

আগস্ট, ২২, ২০২৫

টুকরো কথার স্রোত

টুকরো কথার স্রোত

রাতুল হরিৎ

আগস্ট, ২২, ২০২৫

সর্বাধিক পঠিত >

স্মৃতির বন্দুক

স্মৃতির বন্দুক

দীপেন্দু

আগস্ট, ২২, ২০২৫

ফটোগ্রাফি

ফটোগ্রাফি

শাহরিয়ার সাজ্জাদ

আগস্ট, ২২, ২০২৫

টুকরো কথার স্রোত

টুকরো কথার স্রোত

রাতুল হরিৎ

আগস্ট, ২২, ২০২৫

সাম্প্রতিক পোস্ট >

স্মৃতির বন্দুক

স্মৃতির বন্দুক

দীপেন্দু

আগস্ট, ২২, ২০২৫

ফটোগ্রাফি

ফটোগ্রাফি

শাহরিয়ার সাজ্জাদ

আগস্ট, ২২, ২০২৫

টুকরো কথার স্রোত

টুকরো কথার স্রোত

রাতুল হরিৎ

আগস্ট, ২২, ২০২৫

বিষয়সমূহ >

কবিতা গল্পসরগম উপন্যাস অণুগল্প ও অণুগল্প বিষয়ক গদ্যধারা সাক্ষাৎকার রিভিউ এক্সিবিশন নাটক চলচ্চিত্র ধারাবাহিক বিশেষ-সংখ্যা বই নাটক দল

logo

  • স্বত্ব© দেশলাই ২০২৩
  • কারিগরি সহযোগিতায় হুমায়ুন কবির
  • লেখা পাঠাতে
  • বিজ্ঞাপন
  • ডোনেশন
  • ইবুক
  • যোগাযোগ
  • স্বত্ব© দেশলাই ২০২৩
  • কারিগরি সহযোগিতায় হুমায়ুন কবির
  • লেখা পাঠাতে
  • বিজ্ঞাপন
  • ডোনেশন
  • ইবুক
  • যোগাযোগ